কঠিন সুরে পররাষ্ট্রমন্ত্রীঃ ভারত সরকার বাংলাদেশ সীমান্তে হত্যা বন্ধে অঙ্গীকার করেও মানছে না :

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিঃ
সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার রাজি হলেও তা মানছে না। সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক হত্যায় উদ্বিগ্ন বাংলাদেশ- বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবুধাবিতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
টেকসই উন্নয়নে বাংলাদেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই সফরে প্রধানমন্ত্রী সেই উন্নয়নের জন্য নেয়া বিভিন্ন কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা হবে তার বিশদ ধারণা প্রদান করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে একাধিক বিনিয়োগের প্রস্তাব রয়েছে দেশটির পক্ষ থেকে। এবারের যাত্রায় এসব আরো ত্বরান্বিত হবে।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের পক্ষ থেকে স্থিতিশীলতার কথা বলা হবে।
প্রবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে সকলকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কারও পক্ষে বিপক্ষে মত না দেয়ার পরামর্শও দেন তিনি।

মন্তব্যসমূহ